মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি- সালমান খানের সঙ্গে ওয়ান্টেড করেছিলেন। ঝুলিতে রয়েছে রোড-এর মত ছবি। খুব একটা ছবি না পেলেও কমপ্লান গার্ল আয়েষা টাকিয়া বলিউডে পরিচিত মুখ। এখন আবার তিনি অভিনয় করছেন বোরিভালি কা ব্রুস লি ছবিতে। সমাজবাদী পার্টির আবু আজমির ছেলে ফারহানকে বিয়ে করেছেন আয়েষা। ৩ বছরের একটি ছেলেও রয়েছে তাঁর। কিন্তু এখন আর তাঁকে দেখলে আগের আয়েষাকে খুঁজে পাওয়া মুশকিল। ঠোঁটে সার্জারির পর তাঁকে আর চেনাই যাচ্ছে না। তাঁর ফ্যানেরাও এই লিপ সার্জারিতে খুবই অসন্তুষ্ট। তাঁদের প্রশ্ন, আয়েষা তো সুখেই ছিলেন। কী এমন ভূতের কিল খেলেন, যে নিজের চেহারাটার এভাবে বারোটা বাজাতে হল। আয়েষা এখনও এ সব সমালোচনার জবাব দেননি। কিন্তু সত্যি কথা হল, খোদার ওপর খোদকারি করার চেষ্টা না করলেই ভাল করতেন তিনি। আর/১০:১৪/২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mtz3EI
February 25, 2017 at 06:00AM
25 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top