মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি- বিরাট কোহলির ব্যাটে বিশ্বের সব বোলারেরই লাঞ্ছনার ঠিকানা লেখা থাকে। কিন্তু বিরাটও একদিন চরম অপমানিত হয়েছিলেন এই বোলারের কাছে। এই বোলারের নাম জানলে আশ্চর্য হবেন। মিচেল জনসন, জেমস ফকনার, ডেল স্টেইন থেকে গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বের কোনও বোলারকেই রেয়াত করেননি বিরাট কোহলি। মুখের জবাব ব্যাট দিয়েই সেরেছেন কিং কোহলি। তবে সুদীর্ঘ কেরিয়ারে মাত্র একবারই চরম অপমানের মুখোমুখি হয়েছিলেন। সেটা ২০১৫ সালের বিশ্বকাপে। কোনও নামী-দামি বোলার নন, ইনি বাংলাদেশের রুবেল হোসেন। বিরাট-রুবেল যুদ্ধে কিন্তু শেষ হাসি হেসেছিলেন বাংলাদেশি পেসারই। আসলে বিরাট-রুবেল দ্বন্দ্বের বীজ পোঁতা হয়েছিল ২০১১ সালেই। ছবছর আগে বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিরাটকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে বল ছুড়েছিলেন রুবেল। তার পর রুবেলের সঙ্গে তুমুল বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন দিল্লির তারকা ব্যাটসম্যান। এই যুদ্ধই চূড়ান্ত পরিণতি পেয়েছিল ২০১৫-র বিশ্বকাপে। মেলবোর্নে বিরাট ব্যাট হাতে নামার পরেই রুবেলকে আক্রমণে আনেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। বাংলাদেশি অধিনায়কের ট্যাকটিক্স সফল প্রমাণ করেন রুবেল হোসেনই, বিরাটের অফ স্ট্যাম্প উড়িয়ে দিয়ে। তার পরেই উত্তেজিতভাবে বিরাট কোহলির সামনে প্রবলভাবে উচ্ছ্বাসে মাতেন রুবেল। জানা যায়, রুবেলের সঙ্গে বিরাটের সংঘাত নতুন নয়। যুব দলে খেলার সময় থেকেই রুবেলের সঙ্গে বিরাটের ঝামেলা বাধে। সেই জবাব অবশ্য আজও দেওয়া হয়নি বিরাটের। আসলে দেওয়ার সুযোগই পাননি। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের উত্থানে জাতীয় দলে আর জায়গা পাননি রুবেল হোসেন। পেলে অবশ্য জবাব দেওয়ার যে চেষ্টা করতেন বিরাট, সেটা নিশ্চিতভাবেই বলা যায়! দেখুন ভিডিও আর/১৭:১৪/১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l3JbEB
February 14, 2017 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top