রামশাই এলাকায় এনবিএসটিসি-র নতুন বাস পরিসেবা চালু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ময়নাগুড়িঃ পর্যটনের বিকাশে ময়নাগুড়ি রামশাই থেকে মালদা পর্যন্ত নতুন বাস পরিসেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এনবিএসটিসি)। সোমবার বিকেলে ময়নাগুড়ি রামশাই বাজার থেকে এই বাস পরিসেবার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু।

গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই এলাকায় সারা বছরই পর্যটকদের ভিড় দেখা যায়। ওই এলাকায় যাতায়াতের জন্য তাই পর্যটক এবং এলাকার বাসিন্দারা নির্ভর করত বেসরকারি বাস এবং ছোটো গাড়ির ওপরই। তাই ওই এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালুর জন্য দাবি জানিয়েছিল এলাকাবাসীরা। এই দাবির ভিত্তিতেই ওই এলাকায় এনবিএসটিসি-র বাস পরিসেবা চালু করা হয়।

জানা গিয়েছে, বাসটি প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে রামশাই বাজার থেকে ছাড়বে। এরপর ময়নাগুড়ি, শিলিগুড়ি হয়ে মালদা পৌঁছবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2leqBeI

February 20, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top