তিনদিনের ঢাকা সফর শেষে শুক্রবার ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুর ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান।
বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
গত বুধবার (১ ফেব্রুয়ারি) মাহমুদ আব্বাস ঢাকায় আসেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সফরে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে দুই ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এসময় বর্তমান বিশ্ব-বাস্তবতায় ফিলিস্তিনিদের প্রতি মুসলিম বিশ্বের জোরালো সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k3DXYe
February 03, 2017 at 09:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.