ওবামাকেয়ারের সমালোচক নতুন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

8মার্কিন সিনেট শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনিত টম প্রাইসকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

জর্জিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান প্রাইস সাবেক অর্থোপিডিক সার্জেন। সিনেটে ৫২ রিপাবলিকান তার পক্ষে এবং ৪৭ ডেমোক্র্যাট তার বিপক্ষে ভোট দেন।

গত মাসে ৬২ বছর বয়সী প্রাইসকে মনোনিত করার পর ট্রাম্প তাকে ‘ওবামাকেয়ার বাতিল করে তার স্থলে প্রতিটি আমেরিকানের জন্য সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের অঙ্গীকার বাস্তবায়নে অত্যন্ত যোগ্যতাসম্পন্ন’ বলে প্রশংসা করেছিলেন



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lrAuqM

February 10, 2017 at 07:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top