নাম জড়ালো আরও এক হোমের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ হোম কান্ডে বিমলা শিশু গৃহ এবং আশ্রয় হোমের পর, এবার নাম জড়ালো এনজেপির ‘কনসার্ন’ হোমের। বীরপাড়ার দলগাঁও এলাকার দুখিরামপল্লির বাসিন্দা কাজল বাসফোর এবং তার তিন মাসের শিশু কন্যাকে আটকে রাখা হয়। এরপর তাদের জলপাইগুড়ির একটি হোমে জোর করে পাঠানোর অভিযোগে কনসার্ন হোমের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার অভিযোগে চন্দনা চক্রবর্তীর হোমের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা সমাজ কল্যান আধিকারিক এবং বাসফোর দম্পতিকে ডেকে জলপাইগুড়ির জেলা শাসক রচনা ভগত নিজে কথা বলেন। জেলা শাসক জানিয়েছেন কাজল বাসফোরের মেয়েকে জলপাইগুড়ি হোমে পাঠানোর পর পুনরায় ওই শিশুকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে দার্জিলিংয়ে সিডব্লিউসি করা চিঠি ও ভুমিকা খতিয়ে দেখা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mlHTrQ

February 27, 2017 at 04:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top