কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লা শহরের জেলখানা সংলগ্ন জলায় এবারো আশ্রয় নিয়েছে কয়েক হাজার পরিযায়ী পাখি। এদের বেশির ভাগই জলচর পাখি, বিশ্রাম নিচ্ছে পানির উপর। কিছু পাখি গাছে ডালে, ডাঙ্গায় ও কচুরিপনার উপরও অবস্থান নিয়েছে। পাখি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর, উজিরদিঘী ও রানীদিঘী এক সময় পরিজায়ী পাখিদের আশ্রয়স্থল ছিল। কিন্তু নৌকার ইঞ্জিনের শব্দ, নানা রকমের দূষণ ও বিরক্ত করার কারণে পরিজায়ীরা সেখানে যাচ্ছে না। নিরাপত্তা ও উপযোগী পরিবেশ পেয়ে তারা অবস্থান নিয়েছে কুমিল্লা কেন্দ্রিয় কারাগার সংলগ্ন জেলখানার এই জলায়। এবার এসেছে বালি হাঁস, রাঙাময়ুরি, পান্থামুখী, চখা-চখি ও খঞ্চনাসহ রঙ-বেরঙের নানা পাখি। এছাড়াও এখানে দেশি পাখিরও আনাগোনা দেখা যায়।
নভেম্বরের শুরুতে পরিযায়ীদের আসা শুরু হলেও মধ্য জানুয়ারিতে এদের সংখ্যা বেড়েছে। জলাশয় থেকে ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ছে পাখি। পরিযায়ী পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। এদের জন্য উপযোগী পরিবেশ তৈরির তাগিদ দিলেন পরিবেশবিদরা।
উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারলে এই জেলখানার জলাশয়ের মতোই অন্য জলাশয়েও পরিযায়ী পাখির আনাগোনা বাড়বে। এরজন্য প্রয়োজন জনসচেতনতা। সবার আগে বন্ধ করতে হবে পাখি ধরা বা নিধন, জলাশয়গুলোকে রাখতে হবে বর্জ্যরে দূষণমুক্ত আর বন্ধ করতে হবে ঢিল ছুড়ে বা শব্দ করে পাখিদের বিরক্ত করা।
The post কুমিল্লায় অতিথি পাখিদের ভিড় appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2ju8iTw
February 01, 2017 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন