উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, প্যারিসঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আজ মুখোমুখি পিএসজি এবং বার্সেলোনা। এই প্রতিযোগিতাটি থেকে বার্সাকে একবারই ছিটকে দিতে পেরেছে পিএসজি। সেটা ছিল ১৯৯৪/৯৫ মরশুমের কোয়ার্টার ফাইনাল। দু- লেগ মিলে ৩-২ গোলে জেতে প্যারিসের দলটি। এরপর থেকে নকআউট পর্যায়ে তাদের বিরুদ্ধে দু-বার জিতেছে স্পেনের দলটি। ২০১২/১৩ এবং ১৪/১৫ মরশুমে। সাক্ষাতের রেকর্ডে তারা অনেক এগিয়ে। শেষ তিনটি সাক্ষাতেই পিএসজি-র বিরুদ্ধে জয় নিয়ে ফিরেছে বার্সা। এই তিন ম্যাচে গোল করেছে ৮টি, খেয়েছে ২টি। বার্সেলোনার বিরুদ্ধে নামল আর গোল খেল না, এমন কখনো হয়নি পিএসজি-র ক্ষেত্রে। এদিনও কি সেই ট্র্যাডিশন অব্যাহত থাকবে?
from Uttarbanga Sambad http://ift.tt/2lMJfI0
February 15, 2017 at 01:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন