উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আইএসের জঙ্গিডেরা থেকে মুক্তি পেয়ে কে রামমূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতীয় দূতাবাস কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রায় দু বছর আগে তিনি লিবিয়া থেকে অপহৃত হন।
তিনি জানিয়েছেন, আইএস জঙ্গিরা তাকে শারীরিক অত্যাচার না করলেও মানসিক নির্যাতন চলত নিয়মিত। নিষ্ঠুর বর্বরোচিত কার্যকলাপের ভিডিও দেখতে বাধ্য করত চারজন ভারতীয় সহ আরও কিছু বন্দীদের।
তিনি জানিয়েছেন, আইএস-এ সকলেই ছিল শিক্ষিত এবং বড় ধরণের যেকোনো নাশকতায় নিজেকে উড়িয়ে ফেলতেও হাত কাঁপেনা এই আত্মঘাতী জঙ্গি বাহিনীর। এই কাজ পূণ্যের বলে মনে করে তারা।
জঙ্গিদের হাসপাতালে তাঁকে অস্ত্রোপচার করতে বললে তিনি অস্বীকার করেন। এরপর তাঁকে এক জেল থেকে বার করে অন্য জেলে নিয়ে রাখা হয়। তিনবার গুলিও খেয়েছেন তিনি। এরপর আইসিইউয়ে থাকতে হয় ৩ সপ্তাহ।
from Uttarbanga Sambad http://ift.tt/2lcPfJl
February 26, 2017 at 06:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন