পুনে, ২৩ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে চলমান মৌসুম শেষ করতে চায় স্বাগতিক ভারত। আজ বৃহস্পতিবার থেকে অজিদের বিপক্ষে শুরু হতে যাচ্ছে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। অন্যদিকে ভারতের মাটিতে ১৩ বছর টেস্ট সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে নামবে অস্ট্রেলিয়া। পুনেতে আজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ২০১৫ সালের আগস্ট থেকে টেস্ট ক্রিকেটে দুরন্ত হয়ে উঠেছে ভারত। গেল ১৮ মাসে দেশের মাটিতে ৪টি ও বিদেশের মাটিতে ২টি সহ মোট ৬টি টেস্ট সিরিজ খেলে সবকটি জিতে নিয়েছে বিরাট কোহলির দল। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করে ভারত। এ সময়ে টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার রেকর্ডও গড়ে টিম ইন্ডিয়া। এমন নৈপুণ্যের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে কুম্বুলের শিষ্যরা। টানা চার ম্যাচের টেস্ট সিরিজেই ডাবল-সেঞ্চুরি হাকিয়েছেন কোহলি। তাই ভারতের ব্যাটিং লাইনের অন্যতম ভরসার নাম কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ট্রিপল সেঞ্চুরির পরও বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচে সুযোগ পাননি করুন নায়ার। যা ভারতের ব্যাটিং গভীরতার একটি প্রকৃষ্ট উদাহরণ। ব্যাটিং লাইনআপে কোহলি যেখানে ভরসার প্রতীক, বোলিংয়ে ভারতের ভরসার প্রতীক রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি বোলিং র্যাংকিং-এর শীর্ষে রয়েছেন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৪৫ টেস্টে এই মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ডের জন্ম দেন অশ্বিন। পক্ষান্তরে ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েই এসেছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছে তারা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বেশ আগেই ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার মন্টি পানেসার ও ভারতের সাবেক বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছিলো অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার স্পিনারদের ভালো করার জন্যই এমন উদ্যোগ নেয় অজিরা। পেস আক্রমণে অস্ট্রেলিয়া নির্ভর করবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের উপর। ভারতের বিপক্ষে চার ম্যাচের মধ্যে তিনটিতেই নতুন ভেন্যুতে খেলবে অস্ট্রেলিয়া। পুনে, রাঁচি ও ধর্মশালাতে প্রথমবারের মত টেস্ট খেলবে অজিরা। অন্য টেস্টের ভেন্যু ব্যাঙ্গালুরু। যেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার। ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, অভিনব মুকুন্দ, করুন নায়ার, হার্ডিক পান্ডে, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, মুরালি বিজয়, জয়ন্ত যাদব, উমেশ যাদব ও কুলদীপ যাদব। অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েডে (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিঁও, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ওকেফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক ও মিচেল সুইপসন। এফ/০৯:৪২/২৩ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lHLFe5
February 23, 2017 at 03:42PM
23 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top