হায়দরাবাদ, ১২ ফেব্রুয়ারি- ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের জন্য টাইগারদের দরকার ৩৫৬ রান । হাতে রয়েছে মাত্র ৭ টি উইকেট। ক্রিজে সাকিব ২১ ও মাহমুদুল্লাহ ৯ রানে অপরাজিত আছেন। হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্য বেধে দেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে শুরুতেই অসহায় হয়ে পড়ে টাইগাররা। এক প্রান্তে ভুবনেশ্বর কুমার ও অন্যপ্রান্তে রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে বোলিং শুরু করেন ভারতীয় অধিনায়ক কোহলি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণে দলীয় ১১ রানেই অশ্বিনের শিকার হয়ে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। প্রথম ইনিংসের মত এবারো তিনি ব্যার্থ হন।তার সংগ্রহ মাত্র ৩। এরপর ইনিংস শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন সৌম্য ও মোমিনুল।৬০ রানের জুটি গড়ে তুলেন দুজনে। দর্শনীয় কিছু শট খেলতে থাকেন ভারতীয় ফাস্ট বোলারদের বিপক্ষে। এরপর দলীয় ৭১ রানে ব্যক্তিগত ৪২ রানে তিনি জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। তার ইনিংসে সাতটি বাউন্ডারি ছিল। বড় ইনিংস খেলার আশা জাগিয়ে ফের ব্যর্থ হন তিনি। মোমিনুলের সঙ্গে তার ৬০ রানের জুটিটি ভেঙ্গে যায়। ক্রিজে আসেন মাহমুদুল্লাহ । সৌম্যর পরপরই বিদায় যেন মোমিনুলকে কিছু একটা মনে করিয়ে দিল।একটু পর তিনিও ধরলেন সাজঘরের পথ। অশ্বিনের শিকার হয়ে স্লিপে রাহানের হাতে ক্যাচ দেন মোমিনুল। তার সংগ্রহ ২৭। এরপর সাকিব ক্রিজে এসে সহজাত কাউন্টার এটাক শুরু করেন। শেষ বিকেলটা সাকিব-মাহমুদুল্লাহ নিরাপদেই পার করে দেন। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশকে ফলো অন না করিয়ে আবারো ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। তারা ৪ উইকেটে ১৫৯ রান করে ইনিংস ঘোষণা দেন। ২য় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন পুজারা। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি করেছেন ৩৮ রান। হায়দ্রাবাদ টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরালেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান। ১ম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা কোহলি এদিনও ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। খুব দ্রতই ৪০ বলে ৩৮ রান তুলে নেন তিনি। তার ইনিংসে ছিলো দুটি চার ও একটি ছক্কা। ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি করেন সাকিব। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। আর শুরুতেই জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ। রোববার ৩৮৮ রানে বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে ওপেনার মুরালি বিজয়কে ফেরান তাসকিন। আর একটু পরেই রাহুলকে শিকার বানান এই তরুণ পেসার। আর/১০:১৪/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l3Z7Jf
February 13, 2017 at 04:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top