কুমিল্লায় মোশতাকের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক ● বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত খন্দকার মোশতাক আহমেদের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করেছে উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহীদনগর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খন্দকার মোশতাক আহমেদের বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়। মিছিলটি শহীদনগর-জুরানপুর সড়কের বাগুলপুর এলাকায় পৌঁছলে পুলিশ বালুবোঝাই ট্রাক্টর দিয়ে সড়কে ব্যারিকেড দেয়।

এ সময় তারা দেড় ঘণ্টা রাস্তায় অবস্থান করে। দুপুরে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বক্তব্য রেখে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এদিকে সকাল থেকে খন্দকার মোশতাক আহমেদের বাড়ির চারপাশ ঘিরে রাখে পুলিশ।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত খন্দকার মোশতাক আহমেদের বাড়ি দাউদকান্দি থেকে উচ্ছেদ করবে জনতা। কুমিল্লার কলঙ্ক এ বাড়ি কুমিল্লার ঐতিহ্যকে ম্লান করে দিচ্ছে। মোশতাকের বাড়ি উচ্ছেদের মধ্য দিয়ে কুমিল্লা কলঙ্কমুক্ত হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছা জেবু, শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব প্রমুখ।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে খন্দকার মোশতাক আহমেদের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ।



from Comillar Barta™ http://ift.tt/2kW9aNp

February 19, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top