টরন্টো, ০৮ ফেব্রুয়ারি- ধন ওধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধারাপ্রকৃতিরসৌন্দর্যেরএর প্রতি বন্দনা জানিয়ে শুরু হল হারমনি হল সেন্টার ফর সিনিওরস এর নতুন বর্ষ বরন পার্টি। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ১২ই জানুয়ারী, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। এই আয়োজনে বাংলা গ্রুপএর দায়িত্বে ছিলেন নাযলি সুলতানা, বাংলা গ্রুপএরকর্মপরিকল্পনাসমন্বয়কারী এবং অনুষ্ঠান এর পরিচালনায় ছিলেন ডরেইন ওয়েস্টঅন, হারমনি হল এর নির্বাহী পরিচালক।বাংলা, তামিল, ইংলিশ এবং চাইনিজগ্রুপ এর প্রবীণ সদস্যবৃন্দএকাত্ত হয়ে গান ও নাচ এর ঝঙ্কার এ মাতিয়ে তোলেন২ গয়ার স্ট্রিট এর অডিটোরিয়াম। প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি, সদস্য বৃন্দ এবং নিবেদিত প্রান কর্মীএকত্রে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ মব ড্যান্সে। মুখরোচক মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে শেষ হয় এই মনোমুগ্ধকর আয়োজন। শীত এর আমেজের সঙ্গে আনন্দ উৎসব আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুদূর প্রবাসে বসেও আমরা বাংলা নবান্নের আনন্দ অনুভুতিতে হারিয়ে গিয়েছিলাম। আমাদের সবার উচিৎ এই ধরনের আয়জনে যোগদান করা, যাতে করে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারি এবং আমাদের পরম শ্রধ্যেয় প্রবীণদের যৌবনউদ্দীপ্ত জীবনের সাধ দিতে পারি। আমাদের বাবা মা আমাদের জীবনের প্রয়োজনীয় একটি অংশ। এই প্রবাসে জীবনের শেষ অধ্যায়ে উনারা আমাদের এখনও মানসিক অবলম্বন। উনাদের উপস্থিতিই নবীনদের জন্য অনুপ্রেরণা। অথচ আমরা কতটুকু চিন্তা করি প্রবীণদের মানসিক স্বাস্থ্যের কথা? হারমনি হল এমনি একটি প্রতিষ্ঠান যেখানে ৫৫+ প্রবীণগোষ্ঠী তাঁদের আনন্দ খুজে নিতে পারেন। এর সঙ্গে তাঁরা বিভিন্ন রকমের সেবা, যেমন সিনিওরদের জরুরি প্রয়জনে সহায়তা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত ওয়রকশপ, তথ্যমূলক আলোচনা ও শরীরচর্চা। আরও রয়েছে যানবাহন এর ব্যবস্থা। প্রতিমাসে এখানে দুইবার আয়োজিত হয় জলখাবার ও মধ্যাহ্ন ভোজন। এই সকল আয়োজনে অংশগ্রহন এর মধ্য দিয়ে প্রবীণসমাজ খুজে পান নিজেদের বন্ধুমহল। গত ১১ই জানুয়ারী, বুধবার ক্রিসেন্ট টাউন ক্লাব এ আয়োজন করা হয়েছিল এমনি এক জলখাবার ও আড্ডা। ডরেইন ওয়েস্টঅন এবং নাযলি সুলতানা মুখরোচক জলখাবার পরিবেশন এর আগে বর্ণনা করেন প্রবীণদের জন্য প্রদত্ত ক্যানাডিয়ান সরকার এর সুযোগসুবিধা সমূহ। আমরা অনেকেই এই সকল তথ্য সম্পর্কে অজ্ঞ্যাত। এই ধরনের কিছু তথ্য আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিতে পারার সংগে সংগে ভবিষ্যৎ এর পরিকল্পনা করতে সাহায্য করে। আমরা আপনাদের আমন্ত্রন জানাই হারমনি হল সেনিওর সেন্টার এ যোগদান করার জন্য যেখানে আমাদের পরিবার এর প্রবীণ সদস্যবৃন্দ পরিপূর্ণ ও সুন্দর জীবন যাপন এর ঠিকানা খুজে পাবেন। আর/১৭:১৪/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lpRA50
February 08, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top