ইসলামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরানো হল করিম চৌধুরিকে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামপুরঃ ইসলামপুর কলেজ কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তির কোপে পড়লেন বর্ষীয়ান তৃণমূল নেতা আবদুল করিম চৌধুরি। মমতার নির্দেশে করিম সাহেবকে শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ও ইসলামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য জানিয়েছেন, দলনেত্রী ইসলামপুর কলেজ কাণ্ডে করিম সাহেবের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। বিশেষ করে তাঁর মতো একজন বর্ষীয়ান নেতার ভূমিকা কলেজ কাণ্ডে ভালো ছিল না। এমনকি কলেজের ঘটনার রেশ ধরে শহরে চোপড়ার বিধায়কের আত্মীয়ের বাড়ি ও তার জমিতে এক ব্যবসায়ীর গুদামে আগুন লাগানোর ঘটনা লজ্জার। ফলে করিমের দল বিরোধি ভূমিকায় ক্ষুব্ধ হয়ে নেত্রীর নির্দেশে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ও কলেজ পরিচালন সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

করিম সাহেব বলেন, ‘দলনেত্রীর যদি আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তাকে স্বাগত জানাই। পাশাপাশি আরও বলেন, মমতা আর বিবেকের রাজনীতি করছেন না। তিনি শুধু লাভের রাজনীতি করছেন। আমি ইসলামপুরে ছিলাম, আছি ও থাকব। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি ইসলামপুরকে ভালোবাসি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kQIgax

February 10, 2017 at 10:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top