রেলপথমন্ত্রীর হাতে “স্বপ্নের প্রতিচ্ছবি’’

নিজস্ব প্রতিবেদক ● তরুণ আলোকচিত্রী কুমিল্লার কৃতিসন্তান সাইফুল ইসলাম রাজুর প্রথম একক আলোকচিত্রের বই “স্বপ্নের প্রতিচ্ছবি”র মোড়ক উন্মোচন করেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। ২৪ ফেব্রুয়ারী দুপুর ২টায় রেলপথ মন্ত্রী‘র হেয়ার রোডের বাসার হল রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, কুমিল্লা শহর যুবলীগের সাবেক সভাপতি অভিজিৎ রায় পার্থ, জেলা শ্রমিকলীগ নেতা মোঃ ওমর ফারুক, শ্রমিকলীগ নেতা বাবলু, শমিকলীগ নেতা ফারুক সহ ছাত্রলীগের ঢাকা মহানগর বিভিন্ন কলেজ শাখার নেতৃবৃন্দ।

পরে রেলপথ মন্ত্রীকেন একটি বই উপহার দেন বইটির লেখক ও ফটো সম্পাদক তরুন আলোকচিত্রী সাইফুল ইসলাম রাজু। সাইফুল ইসলাম রাজু কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের আবুল খায়েরে কৃতিসন্তান। সাইফুল তার পিতা মাতার ৫ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার ইনস্টিটিউট এ (বিসিআই) কম্পিউটার সাইন্স বিভাগে ৬ষ্ঠ সেমিষ্টারে অধ্যায়নরত। আলোকচিত্রী সাইফুল তার জিবনের প্রথম ফটো সাংবাদিকতা শুরু করেন ২০১৩ সালে সময়ের দর্পন পত্রিকার মধ্যেদিয়ে। পরে সে “নকশি বার্তা”, “কুমিল্লার বার্তা”, “দৈনিক প্রতিদিনের সংবাদ” এসবক পত্রিকায় কাজ করেন। বর্তমানে সে ফটো সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সমাজিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন। এছাড়াও ক্রীড়া ও সাংষ্কৃতি অঙ্গনের একজন সক্রিয় কর্মী এবং তরুন নির্মাতা।

ইতোমধ্যে তিনি কয়েকটি প্রামাণ্যচিত্র, মিউজিক ভিডিওসহ শর্টফিল্ম নির্মাণকরেছেন। এবং সর্বশেষ দেশব্যাপী “লাল সবুজের বাংলাদেশ” নামে ক্রিকেটের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করে দেশব্যাপী ব্যাপক সফল্য অর্জন করতে সক্ষম হন। বই হিসেবে “স্বপ্নের প্রতিচ্ছবি” বইটি বই হিসেবে তার প্রথম প্রকাশনা।



from Comillar Barta™ http://ift.tt/2lziVDU

February 24, 2017 at 05:48PM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top