ফের কাঠগড়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও দেদার বেড়ে চলছে হাসপাতাল কর্তৃপক্ষের জুলুমবাজি। ডেথ সার্টিফিকেটে নাম ঠিক করতে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল ভক্তিনগরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে।

ভক্তিনগরের বাসিন্দা বিশ্বজিৎ গাঙ্গুলির বাবা সত্যনারায়ণ গাঙ্গুলি গত বছর ২৪ জানুয়ারি ওই নার্সিংহোমে মারা যান। অভিযোগ, তাঁর বাবার ডেথ সার্টিফিকেটে নাম ভুল থাকায় তা সংশোধন করতে মঙ্গলবার নার্সিংহোমে যান বিশ্বজিৎবাবু। কিন্তু এই নাম ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ১ লক্ষ টাকা দিতে বলে তাঁকে। এরই প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিশ্বজিৎবাবু। পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে, নার্সিংহোমের কর্ণধার ডঃ আশুতোষ ঘোষ বলেন, ‘সুযোগ পেয়েছি, তা কেন হাতছাড়া করব। রোগীর আগের বিল খানিকটা বাকি ছিল। পুরো টাকা না মেটানো পর্যন্ত আমরা ডেথ সার্টিফিকেটে নামের ভুল সংশোধন করে দেব না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2m6f0j6

February 28, 2017 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top