চোরাবালিতে ডুবে নিহত মেধাবী ছাত্র শশী’র দাফন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে চোরাবালিতে ডুবে নিহত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেনের ছেলে মেধাবী ছাত্র ইব্রাহিম হোসেন শশী’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এরআগে শশী’র মরদেহ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ট্রাক স্ট্যান্ড সংলগ্ন কোর্ট পাড়ায় নানা সমাজকর্মী জোহরুল ইসলামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ এসে পৌছলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজন, সহপাঠিরা। পরে রাত সাড়ে আটটায় গ্রামের বাড়ি পৌর এলাকার রাজারামপুরে গোরস্থান চত্ত্বরে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এদিকে ইসহাক ইব্রাহিম হোসেন শশী’র মৃত্যুর খবর মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে থাকা অনান্য বন্ধুদের মারফৎ বাড়ীতে এসে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের বাজিতপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী শশীসহ তার ৫/৬ জন সহপাঠি সিলেটের জৈন্তাপুরের লালাখাল এলাকায় বেড়াতে যায়। সেখানে শশী’র সহপাঠী ঢাকার হুমায়ূন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ লালাখালের পানিতে হাঁটার সময় প্রথমে চোরাবালিতে আটকা পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে শশীও চোরাবালিতে ডুবে যায়।  এতে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। ইসহাক এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শশী শহরের গ্রীনভিউ স্কুলেরও ছাত্র ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lqGlt0

February 08, 2017 at 09:10PM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top