তারা সিরিয়ায় বোমা হামলা চালিয়ে আল-কায়েদার ১১ সদস্যকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রবীণ নেতা ও আত্মঘাতী বোমা হামলাকারী বিশেষজ্ঞ রয়েছে।
বুধবার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
পেন্টাগণ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের ৩ ও ৪ তারিখে ইদলিবের কাছে বিমান হামলায় নিহতদের মধ্যে আল-কায়েদার প্রবীণ নেতা আবু হানি আল-মাসরিও ছিলেন।
আল-মাসরি ১৯৮০ ও ৯০ এর দশকে আফগানিস্তানে আল-কায়েদার প্রশিক্ষণ শিবিরগুলোর তত্ত্বাবধান করতেন।
তিনি আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ও বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে কাজ করতেন।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k6fEgm
February 09, 2017 at 04:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন