বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে আবুল বাহার নামে এক শিক্ষককে পিটিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য, আওয়ামী লীগ নামধারী নেতা নুরুল ইসলাম। আবুল বাহার বিশঘরের প্রগতি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান পদে থাকলেও সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে পৃথক স্মারকলিপি দিয়েছেন আহত শিক্ষক আবুল বাহার। তিনি অভিযোগ করেছেন, তাকে পেটানোর পর জোরপূর্বক পদত্যাগপত্রেও স্বাক্ষর নিয়েছেন ওই প্রভাবশালী নেতা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সৌদি প্রবাসী নুরুল ইসলাম উপজেলার বিশঘর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র।
২০১৪ সালের ৯ ডিসেম্বর ওই বিদ্যালয়ে লাইব্রেরীয়ান পদে যোগদান করেন আবুল বাহার। শিক্ষক সংকটের কারণে বর্তমানে তিনি সহকারী শিক্ষকের দায়িত্বপালন করে আসছেন। গত মঙ্গলবার বিকেলে লাইব্রেরীতে বই রাখা নিয়ে প্রধান শিক্ষক ফারুক ইকবাল ও সহকারী শিক্ষক আবুল বাহারের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে মারধর করেন। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এখবর পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষক আবুল বাহারকে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এব্যাপারে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বলেন, ওই শিক্ষক প্রধান শিক্ষককে মারধর করেছেন শুনে আমরা বিদ্যালয়ে যাই। আমি ইচ্ছে করে শিক্ষককে মারি নাই। পদত্যাগপত্রের ব্যাপারে তিনি বলেন- নিজের ইচ্ছায় ও নিজ হাতেই পদত্যাগপত্র লিখেছেন আবুল বাহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার স্মারকলিপি বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jwlA1y
February 01, 2017 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন