এসবিআইয়ের এটিএমে জালনোট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিল্লিঃ এবার স্টেট ব্যাংকের এটিএম থেকে বোরোল জাল নোট। গত ৬ ফেব্রুয়ীরি, দিল্লির সঙ্গম বিহার এলাকার এসবিআইয়ের এটিএমের ঘটনা। প্রথম দেখাতে কেউ পার্থক্য করতে পারবে না আসল ও নকল নোটের।

  • নোটের ওপরের দিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরিবর্তে লেখা রয়েছে ভারতীয় মনোরঞ্জন ব্যাংক।
  • সিরিয়াল নম্বরে লেখা রয়েছে ০০০০০০।
  • রুপি চিহ্ন নেই।
  • আরবিআই লোগোর পরিবর্তে রয়েছে পিকে লেখা একটি লোগো।
  • গভর্নরের স্বাক্ষর নেই।
  • চুরন লেবেল রয়েছে অশোকস্তম্ভের পরিবর্তে।
  • রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা রয়েছে চিল্ড্রেন ব্যাংক অফ ইন্ডিয়া।
  • গ্যারেন্টি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরিবর্তে চিল্ড্রেন গভর্নমেন্ট।

এই জালিয়াতির পেছনে কে বা কারা রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। আইপিসি ৪৮৯-বি, ৪৮৯-ই এবং ৪২০ ধারা অনুযায়ী সঙ্গম বিহার পুলিশ স্টেশনে একটি মামলা রুজু করেছে পুলিশ। এসবিআই এর তরফে বলা হয়েছে বিষটি খতিয়ে দেখা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2m7xkc6

February 22, 2017 at 07:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top