নেইমার অবশ্য খোশমেজাজে। মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তিনি পোস্ট করেছেন একটি বিশেষ ছবি। প্রেমিকা ব্রুনা মাহকুইজিনির সঙ্গে একটি দোলনায় তাঁর অন্তরঙ্গ ছবি। বার্সেলোনা তারকার মন্তব্য, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। ১৪ ফেব্রুয়ারি: প্যারিসে পৌঁছনোর পরই তাঁকে নিয়ে সমর্থকদের হু়ড়োহুড়ি। লিওনেল মেসির নেতৃত্বে বার্সেলোনা দল বিমানবন্দর থেকে বেরিয়ে গেল। মেসিকে থামিয়ে সেলফি তোলার জন্য হুড়োহুড়ির পর ভক্তরা ধরলেন তাঁকে। নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়েও প্যারিসে একইরকমের উন্মাদনা। নেমার অবশ্য খোশমেজাজে। মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তিনি পোস্ট করেছেন একটি বিশেষ ছবি। প্রেমিকা ব্রুনা মাহকুইজিনির সঙ্গে একটি দোলনায় তাঁর অন্তরঙ্গ ছবি। বার্সেলোনা তারকার মন্তব্য, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। এখানেই শেষ নয়। প্রেমদিবসে দেখা গিয়েছে নেমারের নতুন রূপ! গোঁফ রেখেছেন তিনি। মঙ্গলবার প্যারিস সঁ জঁরম-এর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যুদ্ধে নামার আগে বার্সেলোনা শিবিরে আকর্ষণ এখন নেমার। স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারের প্র্যাক্টিসের ফাঁকে নেমারকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেছিলেন মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তারা। এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলীয় স্ট্রাইকারের এখনও পর্যন্ত গোলসংখ্যা মাত্র চারটি। কিন্তু একইসঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে তাঁর দেওয়া সাতটি পাস থেকে দল গোল পেয়েছে। ম্যানেজার লুইস এনরিকে বলেছেন, জাভি চলে যাওয়ার পর এবং চোটের জন্য ইনিয়েস্তা এখন অনিয়মিত হয়ে যাওয়ায় মাঝমাঠের দায়িত্ব এখন নেইমার এবং মেসির ওপর। আর মেসির সঙ্গে নেইমারও চমৎকারভাবে দায়িত্বটা পালন করছে। নেইমারকে নিয়ে ফরাসি সমর্থকদের উন্মাদনার কারণও আছে। গত মরসুমে নেইমারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল প্যারিস সঁ জঁরম। তারা আট কোটি টাকা খরচও করতে চেয়েছিল তাঁর জন্য। আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lj3LTw
February 16, 2017 at 12:02AM
15 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top