হায়দরাবাদ, ১৩ ফেব্রুয়ারি- বাংলাদেশ বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র তিনি। মেহেদি হাসান মিরাজের অফিস্পিনে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দল পর্যদুস্ত হয়েছে। এর পরও বলহাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং সামর্থ্যও যে আছে, সেটা এবার প্রমাণিত হলো হায়দরাবাদে। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশ হেরেছে ঠিক, এর মধ্যে যে কয়টি প্রাপ্তি আছে তার মধ্যে একটি মিরাজের ব্যাটহাতের সাফল্য। ম্যাচের দুই ইনিংসেই এই তরুণ অলরাউন্ডার ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। বিশেষ করে প্রথম ইনিংসে দারুণ একটি হাফ সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বের বেশ নজর কেড়েছেন। প্রথম ইনিংসে মিরাজ খেলেছেন ৫১ রানের চমৎকার একটি ইনিংস। ১৩৬ মিনিট পিচে থেকে ১০৭ বল খরচ করে এই ইনিংস গড়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও যথেষ্ঠই উজ্জ্বল ছিলেন মিরাজ। যদিও দুর্ভাগ্যজনক ২৩ রান করে আউট হয়ে যান তিনি। দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা যখন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তখন মিরাজের দৃঢ়তাপূর্ণ দুটি ইনিংস সত্যিই প্রশংসার দাবি রাখে। অবশ্য মিরাজ নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ অনেক আগেই দিয়েছেন, অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময়ই। বিশেষ করে গত যুব বিশ্বকাপের ছয় ম্যাচে পাঁচ ইনিংস ব্যাটিং করে ৬০.৫০ গড়ে করেছেন ২৪২ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বাদশ স্থানে ছিলেন তিনি। টানা তিনটি ম্যাচে খেলেছেন অর্ধশতকের ইনিংস। সব মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই মিরাজ করেছেন অর্ধশতক। এবার টেস্ট ক্রিকেটেও বলহাতের পর ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মিরাজ। জাতীয় দলের হয়ে অলরাউন্ডিং পরিচয়টা এবার কতটুকু তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার। আর/১৭:১৪/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lGoYDK
February 14, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top