হায়দ্রাবাদ, ১১ ফেব্রুয়ারি- ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নাামাতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে করতে হবে কমপক্ষে ৪৮৮ রান। তৃতীয় দিনের ৮৩.৩ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬১। অধিনায় মুশফিকুর রহিম ৫০ ও মেহেদি হাসান মিরাজ ২১ রানে ক্রিজে অপরাজিত আছেন। ফলো অন এড়াতে বাংলাদেশের আরো দরকার ২৩১ রান। হাতে রয়েছে ৪ উইকেট। এই রান বাংলাদেশ সংগ্রহ করতে পারবে কিনা সন্দেহ টাইগার ভক্তদের। কেননা টাইগার ক্রিকেটারদের একেরে পর এক বাজে শট ও ভুলের কারণে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়েছে। তৃতীয় দিনের শুরুতে সকালের সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে মধ্যাহ্নবিরতির পর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম আলো ছড়িয়েছেন ভালোভাবেই। সাকিবের পাল্টা আক্রমণ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু জুটির শেষটা হয় খুব বাজে ভাবে। ৮২ রানের চকচকে ইনিংস খেলেছেন সাকিব। উইকেটে পুরোপুরি থিতু হয়ে গিয়েছিলেন। কোথায় নিজের ইনিংসটাকে আরও বড় করবেন, তা নয়, অশ্বিনের বলে বাজে একটা শট খেলে উইকেট দিয়ে এলেন! বাজে শটে আউট হওয়া সাকিরে একটা পুরানো অভ্যা্স।১০৩ বলে, ১৪ চারে সাজানো ইনিংসটি শেষ হলো মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে। সাকিবের পর ফিরে দ্রুতই গেছেন সাব্বির রহমান। মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ১৯ রান যোগ করেন সাব্বির। কিন্তু তারপর তিনিও ১৬ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে যান। এফ/১৬:১০/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kdTp8f
February 11, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top