মুম্বাই, ২০ ফেব্রুয়ারি- দর্শকেরা আশা করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ হয়ত এবার আরো বেশি বাংলাদেশী ক্রিকেটার দেখা যাবে। কিন্তু টাইগার ভক্তদের সে আশায় গুড়েবালি। এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএল এর দশম আসরের জন্য সোমবার অনুষ্ঠিত হল খোলেয়ারদের নিলাম। ৩৫১ জনের এই নিলাম তালিকায় ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশের এই ছয় ক্রিকেটার হলেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং এনামুল হক বিজয়। প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লক্ষ রুপি। কিন্তু নিলামে তোলার পর কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ফলে আইপিএলের দশম আসরে অবিক্রীতই রইলেন বাংলাদেশি এই ছয় ক্রিকেটার। এদিকে বাংলাদেশি ক্রিকেটাররা অবিক্রিত রইলেও আইপিএলের ইতিহাসে প্রথমবারের মত দল পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। এরা হলেন, অলরাউন্ডার মোহাম্মদ নবী ও লেগ স্পিনার রশিদ খান। মুস্তাফিজুর রহমান-ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ লুফে নেয় এই দুই আফগান ক্রিকেটারকে। নবীর জন্য গেল আসরের চ্যাম্পিয়নরা খরচ করেছে ৩০ লাখ রুপি। তার ভিত্তি মূল্যও ছিল ৩০ লাখ রুপি। আর রশিদকে কিনতে মুস্তাফিজ-ওয়ার্নারের দল খরচ করেছে চার কোটি রুপি। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। এছাড়া ১৪ কোটি রুপি খরচ করে বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে পুনে সুপারজায়ান্টস। টুর্নামেন্টের ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। নিলামের প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন। সেখান থেকে মূল তালিকা ছেঁটে ৩৫১ জন করা হয়। এই তালিকায় ছিল ১২২ জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ছাড়াও ছিলেন পাঁচজন আফগানিস্তান ক্রিকেটার এবং সংযুক্ত আরব আমিরাতের একজন। এর আগে, আগের আসরের মত এই আসরেও সাকিব আল হাসানের ওপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ রেখে দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি ক্রিকেটভক্তদের আশা তাই এই দুই ক্রিকেটারকেই নিয়ে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0gzLH
February 21, 2017 at 05:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top