অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন কুক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন অ্যালিস্টার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে। ২০১২ সালের আগস্ট মাসে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন তিনি। ২০১৩ এবং ২০১৫ সালে দেশকে জিতিয়েছেন অ্যাসেজ সিরিজ। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছে।

নেতৃত্ব ছাড়ার আগে ইসিবি চেয়ারম্যান কলিন গ্রোভস-এর সঙ্গে কথা বলে তিনি ইস্তফা দেন। ক্যাপ্টেন্সি ছাড়লেও কুক ইংল্যান্ডের হয়ে খেলবেন। প্রসঙ্গত, ৩২ বছর বয়সী এই ওপেনারই ইংল্যন্ডে সবথেকে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। এই পর্যন্ত ১৪০টি টেস্ট খেলে কুকের সংগ্রহ মোট ১১,০৫৭ রান। পাঁচ বছরে মোট ৫৯টি টেস্টে নেতৃত্ব দেওয়ার পর কুক তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

এদিকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসাবে জো রুটের সম্ভাবনা অনেকটাই প্রবল।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2kyQm7r

February 06, 2017 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top