হেলিকপ্টারে কুমিল্লায় আল্লামা শফি

দাউদকান্দি প্রতিনিধি ● আল্লামা শফি বলেছেন, প্রতিটি মুসলিমকে ইসলামের সঠিক নিয়মে চলতে হবে আর এতেই জাগতিক এবং পারলৌকিক মহাশান্তি মিলবে। রবিবার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই দিঘীরপাড় দাওরায়ে হাদীস কওমী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করা হলে মুসলমানদের তথা বিশ্বমানবের কোন প্রকার অশান্তি থাকবে না।

এ ছাড়াও উক্ত মাদ্রাসার জন্য ঋণ করে যে জায়গা ক্রয় করা হয় এর টাকা-পয়সা যোগান দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান আল্লামা শফি।

এর আগে রবিবার সকালে একটি হেলিকপ্টারে করে আল্লামা শফি দাউদকান্দিতে আসেন। এসময় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি অবস্থান নেয় বিপুল সংখ্যক বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম সরকার। পরে তিনি লক্ষ্মীপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের আমন্ত্রণে লক্ষ্মীপুর মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়ান।



from Comillar Barta™ http://ift.tt/2kkiQQK

February 12, 2017 at 06:46PM
12 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top