মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে বিতর্ক জোরদারের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। হোয়াইট হাউস সোমবার এ ঘোষণা দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ফ্লিন মার্কিন অবরোধ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ওই আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে কথিত রয়েছে।
এর আগে মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়, গত মাসে রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে হোয়াইট হাউসকে সতর্ক করেছে বিচার বিভাগ। তারা জানায়, রাশিয়া ফ্লিনকে ব্লাকমেল করতে পারে।
শীর্ষ ডেমোক্রাটরা ফ্লিনকে সরিয়ে দেয়ার দাবি তুলেছিলেন। কোন বেসামরিক নাগরিকের মার্কিন কূটনীতি নিয়ে আলোচনা করা অবৈধ এবং ফ্লিন মার্কিন প্রশাসনে যুক্ত হওয়ার আগে গত বছর এ আলোচনার ঘটনা ঘটেছিল।
পদত্যাগ পত্রে ফ্লিন বলেন, ‘রুশ দূতের সঙ্গে আমার ফোনালাপের অসম্পূর্ণ তথ্য আমি অসাবধানতাবশত নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্যের সঙ্গে শেয়ার করেছিলাম।’
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, লে. জেনারেল জোসেফ কেইথ কেলগকে অন্তর্বর্তী নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফ্লিন প্রথম দিকে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলাকের সঙ্গে মার্কিন অবরোধ নিয়ে আলোচনার কথা অস্বীকার করেছিলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও প্রকাশ্যে তার পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করে দিয়েছিলেন। তবে পরে ফ্লিন হোয়াইট হাউসকে বলেছিলেন, অবরোধ নিয়ে আলোচনা হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ফ্লিন ও কিসলাকের মধ্যে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে কোন আলাপ হয়নি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kOfGbk
February 14, 2017 at 04:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন