ধর্ষক ও সহযোগী স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ● মনোহরগঞ্জ উপজেলার জাওড়া গ্রামে ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ মানিক মিয়া ওরপে দেলোয়ার হোসেন দেইল্লা (৩৬) ও তার সহযোগী স্ত্রী নিলুফা বেগম (৩২) কে গ্রেফতার করেছে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই. হাসান আহমেদসহ সঙ্গীয় ফোর্স।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দিউন্দা গুদারাঘাট গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কুমিল্লা শহরের কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই কিশোরী তার বাবার সাথে রাগ করে বাড়ী থেকে পালিয়ে বি-বাড়ীয়া হইতে চট্টলা ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রেনে নিলুফা বেগমের সাথে দেখা-কথাবার্তা হয়। নিলুফা তাকে কাজ দেওয়ার কথা বলে লাকসামে নিয়ে আসে। তার বাসায় ৪/৫ দিন থাকার পর ঢাকা সায়েদাবাদ বড় ভাইয়ের বাসায় চলে যায় ওই কিশোরী।

কয়েকদিন পর ওই নিলুফা বেগম ফোন দিয়ে কাজ দেয়ার কথা বলে কিশোরীকে ঢাকা থেকে লাকসাম নিয়ে আসে। গত ৪ ফেব্রুয়ারী সকালে ঢাকা সায়েদাবাদে ভাইয়ের নিকট পৌছিয়ে দেয়ার কথা বলে নিলুফ বেগম ওই কিশোরীকে ঘর থেকে বের করে লাকসাম ষ্টেশনে নিয়ে আসে এবং পরে স্বামী মোঃ মানিক মিয়ার হাতে কৌশলে তুলে দেন ওই কিশোরীকে।

মানিক মিয়া তাকে সারাদিন ঘুরাইয়া রাত সাড়ে ৭টার দিকে নাথেরপেটুয়া এলাকায় বাস থেকে নামিয়ে রিক্সা যোগে জাওড়া গ্রামস্থ ডাকাতিয়া নদীর উপর ভাঙ্গা ব্রীজ পার হয়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মানিক মিয়া ও নিলুফা বেগমের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মঙ্গলবার ধর্ষক মানিক মিয়াকে এবং সোমবার তার সহযোগী নিলুফা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে মানিক মিয়া ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

The post ধর্ষক ও সহযোগী স্ত্রী গ্রেফতার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kP83lx

February 07, 2017 at 11:50AM
07 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top