দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছে বেইজিং। তবে যুদ্ধ বাধলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে দেশটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক বাগাড়ম্বরের প্রেক্ষিতে এ কথা বলেছে চীন।
দক্ষিণ-পূর্ব দেশগুলোর তীব্র বিরোধীতা সত্ত্বেও চীন ওই অঞ্চলের পুরো এলাকাকে একতরফাভাবে তাদের স্বার্বভৌম এলাকা বলে দাবি করে আসছে। চীনের প্রতিবেশী কয়েকটি দেশও ওই এলাকায় নিজেদের মালিকানা দাবি করছে।
বিরোধপূর্ণ জলসীমার ওই দ্বীপগুলোকে সম্ভাব্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সিয়েন স্পাইসার ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক কয়েকটি মন্তব্যকে ঘিরে ওই এলাকা তৈরি উত্তেজনা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অস্ট্রেলিয়ায় সফরকালে বলেন, যুদ্ধ কোনো পক্ষকেই লাভবান করবে না।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lngO2Z
February 08, 2017 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন