ইসলামাবাদ, ০৬ ফেব্রুয়ারি- ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে শান্তি চেয়ে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েক বছরে কাশ্মীরে চলমান নৃশংসতার বিরুদ্ধে মন্তব্য করলে তার বিরুদ্ধে একের পর এক মন্তব্য ছুঁড়তে থাকে ভারত-পাকিস্তানের সমর্থকরা। জাতীয় দলের বাইরে থাকা আফ্রিদি কাশ্মীর প্রসঙ্গে টুইট করেন, গেল কয়েক বছর ধরে কাশ্মীরে ধারাবাহিকভাবে নৃশংসতা চলছে। ইস্যুটি দ্রুত সমাধান করা উচিত। তাহলে অসংখ্য জীবন বেঁচে যাবে। এই মন্তব্যে ভারত কিংবা পাকিস্তান; কোন দলের সমর্থকই ইতিবাচকভাবে নিতে পারেনি। পাকিস্তানের এরশাদ আহমেদ রি-টুইট করেছেন, ক্রিকেট থেকে রাজনীতিতে? আপনি জানেন পাকিস্তানের রাজধানীর নাম কি? নিজের ঘর বাঁচাতে পারছেন না, আরেকজনের ঘরে উঠে যাচ্ছেন! ভারতীয় নাগরিক পাওয়ান শেঠি লিখেছেন, একইভাবে বেলুচিস্তানের নাগরিকরাও পাকিস্তানি আর্মিদের দ্বারা নৃশংভাবে নির্যাতিত হচ্ছে। আশা করি আপনি বেলুচিস্তানের দ্বাধীনতা নিয়েও গলা তুলবেন। আইএম কৃশ লিখেছেন, প্রিয় আফ্রিদি, আপনার সরকারই সন্ত্রাস পছন্দ করে। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গেও চলছে উত্তপ্ত সম্পর্ক। এরই মধ্যে রাজনৈতিক এমন একটি বিষয় নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। আর/১৭:১৪/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kipsSY
February 07, 2017 at 12:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন