নিজস্ব প্রতিবেদক ● আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অনেক ভুল আছে তা সংশোধন করতে হবে। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। নেতাদের বলবো ভুল সংশোধন করুন, জনগণের কাছে যান। আগামী নির্বাচনে জনগণের কাছে অগ্রহণযোগ্য কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে জেলার চান্দিনা উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের চেয়েও জনপ্রিয় শেখ হাসিনা। অনেকে আওয়ামী লীগকে পছন্দ করে না কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করে। তার যোগ্য নেতৃত্বে সব ক্ষেত্রে দেশের উন্নয়ন অনেক এগিয়েছে। পৃথিবীর ১০ জন গ্রেট লিডারের মধ্যে শেখ হাসিনা অন্যতম একজন।
ওবায়দুল কাদের বলেন, ২১ বছর পর প্রতিপক্ষদের মুখে চুনকালি দিয়ে আমাদের নেত্রী ১৩ বছর ধরে ক্ষমতায় আছেন। তিনি আমাদের সততা ও আদর্শের প্রতীক। তাই আমাদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে অনুসরণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস। এ নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। একাত্তরের ২৫ মার্চ রাতে ৩০ লাখ মানুষকে হত্যা, দুই লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে পাক হানাদার বাহিনী। পৃথিবীর কোনো দেশে এ ধরনের গণহত্যার ঘটনা ঘটেনি। তাই আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি- জাতিসংঘের নিকট আহ্বান জানাবো ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সম্পাদক বাদল রায়, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তপন বকশী, পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
from Comillar Barta™ http://ift.tt/2lIHDlL
February 23, 2017 at 05:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন