গোমস্তাপুরে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যাচাই-বাছাইয়ের শেষে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিয়ে ইউএনও কেএম আলমগীর কবীর  জানান, গত ২১ জানুয়ারী শুরু হওয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে সম্পন্ন করে গত ৩০ জানুয়ারী খসড়া তালিকা প্রকাশ করা হয়। নতুনভাবে উপজেলায় মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য ১’শ ৯৫ জন অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭ জনের আবেদন গৃহীত হয়। এছাড়া পূর্বের গেজেটভূক্ত ভাতাভোগী ৩৫ জনের মধ্যে ১৭ জন যাচাই-বাছাইয়ে বাদ পড়ে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক মোস্তফা কামাল জানান, উপজেলায় মোট ৩’শ ৯০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১১ জন বীরাঙ্গনা, ১৩ জন শহীদ মুক্তিযোদ্ধা, ১০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jB8L6c

February 02, 2017 at 08:09PM
02 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top