উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ‘মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধূলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি।’ আজ ২১শে ফেব্রুয়ারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আরও একবার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষা পেল নতুন পরিচয়৷ ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণেই জাতিসংঘ সদস্যভুক্ত ১৯৩ টি স্বাধীন দেশ এই দিনটি পালন করে৷
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদানের জন্য প্রথম দাবি করা হয় ১৯৯৭ সালে৷ অবশেষে ১৯৯৯ সালে ১৭ নভেম্বর রাষ্ট্রসংঘের ৩০তম অধিবেশনে ওঠে এই প্রস্তাবটি৷ ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্য ১৮৮টি দেশ একসঙ্গে ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক ভাষা দিবস হিসেবে পালন করে৷ ২১ ফেব্রুয়ারি সকল জাতির মাতৃভাষার অধিকার রক্ষার দিন৷ তাই এই দিন আন্তজার্তিক ভাষা দিবস৷
from Uttarbanga Sambad http://ift.tt/2li23S7
February 21, 2017 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.