মাটি খুঁড়তে গিয়ে রুপার মুদ্রা উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হরিশ্চন্দ্রপুরঃ মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল রুপার মুদ্রা। সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সুলতাননগর অঞ্চলের ছত্রক গ্রামে এক বিয়ে বাড়িতে। বাড়ির মালিকের নাম হুসেন শেখ।

বিয়েবাড়িতে রান্নার উদ্দেশ্যে উনুন বানানো চলছিল। হঠাৎ মাটির নীচ থেকে বেরিয়ে আসে দুই পাত্র ভরা রুপার মুদ্রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিয়েবাড়ি সহ সমস্ত গ্রামে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত রুপার মুদ্রা গ্রামবাসীদের মধ্যে লুটপাট হয়ে যায়। বিকেলের দিকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছত্রক গ্রামে গেলেও কোনো মুদ্রাই উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া মুদ্রা কোন সালের এবং কোন আমলের তাও জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lgEY2O

February 15, 2017 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top