নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সংশ্লিষ্টদের আমরা বলেছি, তারা যেন কোনো পপাতিত্ব না করে। সম্পূর্ণভাবে তারা যেন একটা নিরপে নির্বাচনে নিজেদের নিয়োজিত রাখে। পপাতিত্ব বা অনিয়মের তথ্য পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্স মনোভাব পোষণ করবে।
শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে শাহাদাত হোসেন চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল ও সহকারি রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে শাহাদাৎ হোসেন চৌধুরী সকালে কুমিল্লা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আগামী ৩০ মার্চকে ভোটের তারিখ ধরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর কুমিল্লাতেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই সিটিতে ২০১১ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু হারিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আফজল খানকে।
এবারও সাক্কু বিএনপির মনোনয়ন পাচ্ছেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এই নির্বাচন পরিচালনার জন্য আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।’ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মল্ল ও সহাকারী রিটানির্ং কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ৩০ মার্চকে ভোটের তারিখ ধরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর কুমিল্লাতেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2mn5EwD
February 25, 2017 at 09:29AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন