উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও কাজ হয়নি কিছুই। ফেরেনি বেসরকারি হাসপাতালের অব্যবস্থা ও লাগামছাড়া বিলের শিকার আরও একজন। বর্ধমানের নবাবহাটের পিজি নার্সিংহোমের ঘটনা। হাসপাতালের বিল মেটাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন এক রোগীর বাবা৷
সূত্রের খবর, মৃত ব্যক্তি তপন লেট, ঝাড়খন্ডের বাসিন্দা, পেশায় চাষী৷ তপনবাবুর মেয়ে ১৯ ফেব্রুয়ারি রামপুরহাট হাসপাতালে এক সন্তানের জন্ম দেয়, এরপর থেকেই দেখা যায় স্বাস্থ্যের অবনতি। চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে৷ কিন্তু দালালচক্রের শিকার হয়ে বাবাকে ভয় দেখিয়ে মেয়েকে ভরতি করানো হয় এক বেসরকরি নার্সিংহোমে। সেখানে বিল হয় ৪২ হাজার টাকা। জোগাড় হয়েছিল মাত্র ১৫ হাজার টাকা। বাকি টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার রাতে গ্রামেরই একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তপনবাবু। পরিবারের দাবি, দুশ্চিন্তার জেরেই আত্মহননের পথ বেছে নেন তিনি।
বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন জেলাশাসক।
from Uttarbanga Sambad http://ift.tt/2lFSJ99
February 25, 2017 at 03:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন