মাদ্রিদ, ০২ ফেব্রুয়ারি- কোপা ডেল রের গত দুই আসরের চ্যাম্পিয়ন তারা। চলতি মৌসুমে শিরোপা জয়ের হ্যাটট্রিক করার পথেই হাঁটছে বার্সেলোনা। বুধবার টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ফাইনালে কার্যত এক পা দিয়ে রেখেছে লুইস এনরিকের দল। তবে ফাইনালে যদি উন্নীতও হয় বার্সা তথাপি দলটিকে চোখ রাঙানি দিচ্ছে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়ের নিষেধাজ্ঞা। ভিসেন্তে কালদেরনে বুধবার প্রথম লেগের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে স্বাগতিক দলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে লুইসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি। একইসঙ্গে স্যামুয়েল উমতিতি ও জর্ডি আলবাও হলুদ কার্ড দেখেন। ফলে ন্যু-ক্যাম্পে ফিরতি পর্বেও এই তিন খেলোয়াড় হলুদ কার্ড দেখলে ফাইনালে (যদি বার্সা ফাইনালে উন্নীত হয়) তারা নিষিদ্ধ থাকবেন। অবশ্য ফাইনালে ওঠার শেষ ধাপে এমনিতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। বুধবার প্রথম লেগে হলুদ কার্ড দেখায় ন্যু-ক্যাম্পে ফিরতি পর্বে নিষিদ্ধ থাকবেন নেইমার। ফলে ঘরের মাঠে বার্সাকে সতর্ক হয়েই মাঠে নামতে হবে। নেইমারের নিষেধাজ্ঞা ও মেসির নিষেধাজ্ঞার চোখ রাঙানি নিয়ে বার্সেলোনার টিম ডিরেক্টর টনি ফ্রেক্সা টুইটারে লেখেন, নেইমার নিষিদ্ধ এবং ফাইনালের আগে মেসিকে সতর্কতা- এসব স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের সতর্ক হয়েই মাঠে নামতে হবে। প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকোকে আতিথ্য দেবে বার্সা। এফ/২০:২১/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kXF2RU
February 03, 2017 at 03:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top