ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে না স্পিকারের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লন্ডনঃ ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ব্যাপারে সায় নেই স্পিকার জন বেরকাউয়ের। চলতি বছরেই ব্রিটেন সফরে যাবেন ট্রাম্প। সেই সময় ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সম্ভাবনা আছে তাঁর। কিন্তু মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের স্পিকার বেরকাউ জানিয়ে দিয়েছেন, ‘এমমন কোনো প্রস্তাব এলে আমি এর বিরোধিতা করব। অধিবেশন চলাকালীন লেবার পার্টির এক সদস্যের প্রশ্নের জবাবে স্পিকার এই কথা বলেন।

বেরকাউ জানিয়েছেন, ‘অভিবাসন নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার আগেও আমি ওয়েস্টমিনস্টার হলে ট্রাম্পের বক্তৃতাক বিরোধি ছিলাম। শরণার্থী সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির পর আমার অবস্থান এখন আরও কট্টর।’

উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্টে বিদেশি নেতাদের ভাষণের ক্ষেত্রে নিম্নকক্ষের স্পিকারের অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lm9ndb

February 07, 2017 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top