মুম্বাই, ২২ ফেব্রুয়ারি- নিজেদের বিভিন্ন মুহূর্ত ও খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেই সোশ্যাল মিডিয়ায় হাজিরা সেলেবদের। তা থেকেই ট্যুইটার বা ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জনপ্রিয়তার শুরু। কিন্তু, সাম্প্রতিক বহু ঘটনায় দেখা গেছে, কীভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হতে হয় তারকাদের। কারোর সন্তানের নাম কী হবে থেকে কার স্ত্রী কোন ধরনের পোশাক পরবেন সবেতেই নাক গলানোর কুঅভ্যাস রয়েছে নেটিজেনদের একাংশের। আর এর ফলেই সাইফ-কারিনার ছেলের নাম তৈমুর কেন? বা ক্রিকেটার মুহাম্মদ সামির স্ত্রীর পোশাক কতটা শালীন? তাই নিয়ে মন্তব্যে ভরে যায় ট্যুইটারে। এমনই উদাহরণ দেখা গেল গায়িকা মোনালি ঠাকুরের ক্ষেত্রে। ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেন মোনালি। কালো রঙের শর্ট ড্রেসে ভক্তদের উদ্দেশে ফ্লাইয়িং কিস ছুড়ে দিচ্ছেন গায়িকা। কিন্তু, এই পোশাক নিয়ে আপত্তি জৈনক অমিতের। শর্ট ড্রেস কেন শর্ট? এই প্রশ্ন তুলে তিনি মোনালিকে জানান, গানের শো-তে আপনারা অভিভাবকের মতো জ্ঞান দেন। আপনার মনে হয় না, আপনার আরও দায়িত্বশীল ড্রেস পরা উচিত ছিল। এত শর্ট কেন? এতে আপনার পা দেখা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই নীতি পুলিশি মন্তব্যে মেজাজ হারান মোনালি। ওই ব্যক্তিকে ব্লক করার আগে, জবাব দেন তিনি। গায়িকা বলেন, এই ভুয়ো সভত্যার ভাষণ আমায় দেবেন না। আপনার মানসিক ও চারিত্রিক সমস্যার দায় আমার নয়। এমনকী, ওই ব্যক্তিকে দেখলে লাথি চালাতে পিছপা হবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন মোনালি। এফ/১৬:৪০/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lnvbaq
February 22, 2017 at 10:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top