বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা জানালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে তাইজুলের ছবি দিয়ে টাইগার স্পিনারকে শুভেচ্ছা জানায় আইসিসি। তাইজুলকে শুভেচ্ছা জানাতে গিয়ে আইসিসি লিখেছে, তিনি এমন ক্রিকেটার, যিনি বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার ধারণ করছেন। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাইজুল এবং একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে ওয়ানডে অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাট্টিকও করেন তিনি। শুভ জন্মদিন তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে বর্তমানে হায়দ্রাবাদে রয়েছেন তাইজুল। ভারত এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে ১৪১ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের হয়ে ১১ টেস্টে ৪৩টি এবং ৪ ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ২৫ বছরে পা দেয়া তাইজুল। এফ/১৯:৫৫/০৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lk8XDj
February 08, 2017 at 03:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top