বিলের টানাপোড়েনে মৃত্যু যুবকের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও হুঁশ ফেরেনি কারোর। টাকার জন্য মুমূর্ষ রোগীকে আটকে রাখার অভিযোগ উঠল অ্যাপেলোর বিরুদ্ধে। চিকিত্সার গাফিলতি ও বিলের টানাপোড়েনে অকালেই প্রাণ হারাতে হল তরুণের। এই ঘটনার পরই হাসপাতালের সিওও-কে ফোন করে কড়া বার্তা দেন মদন মিত্র।

তিনি বলেন, মৃত সঞ্জয় রায়ের পরিবারকে তাঁর চিকিত্সায় ব্যায় করা সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে। প্রায় চার ঘন্টা হাসপাতাল কর্তৃপক্ষ বিনা চিকিত্সায় যেভাবে সঞ্জয়বাবুকে আটকে রেখেছিল তা অমানবিক। বিনা চিকিত্সার এভাবে ফেলে না রাখলে হয়তো তিনি বেঁচে থাকতেন।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায় গুরুতর আহত হন একটি পথ দুর্ঘটনায়। ভরতি করানো হয় অ্যাপোলো হাসপাতালে। অভিযোগ, এরপরই সিটি স্ক্যানের নামে রাখা হয় ভেন্টিলেশনে। ৬ দিনে ৭ লক্ষ ৪১ হাজার টাকার বিল তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সঞ্জয়ের ‌স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় এবং বিল বাড়তে থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তির জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে। শয্যা মিললেও বিল না মেটানো পর্যন্ত রোগীকে ডিসচার্জ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। উপরন্তু দাবি করা হয় ফিক্সড ডিপোজিট, বাড়ির দলিল, চেক এবং প্রয়োজনে গায়ের গয়নাও খুলে দিতে হবে।

কিন্তু হাসপাতালের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। গ্রহণ করা হয়নি মেডিক্লেম। জানানো হয়েছে মানবিকতার খাতিরে সঞ্জয়ের পরিবারকে তাদের খরত ককা সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lCbudB

February 24, 2017 at 03:12PM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top