ওসমানীনগরে প্রবাস থেকে দেশ আসছেন প্রার্থীদের স্বজনরা

images-7-1-1-1-1

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি  :: প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলার বেশিরভাগ বাসিন্দারা যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে স্ব-পরিবারের দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ৮টি ইউনিয়ন নিয়ে নব-গঠিত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। প্রথম বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া  নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রবাসী নেতা-কর্মীদের পাশাপাশি প্রার্থীদের নিজ নিজ আত্বীয়-স্বজনরা প্রবাস থেকে দেশে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আওয়ামীলীগ বিএনপির কয়েক জন প্রবাসী নেতা সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর আত্বীয়-স্বজনরা দেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আ.লীগ বিএনপির এক শ্রেনীর প্রবাসী নেতৃবৃন্দরা দেশে অবস্থান না করলেও বিভিন্ন ভুঁইফুকুড় অনলাইন সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের জানান দিতে  নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা অংশ গ্রহনের জন্য দেশে আসছেন বলে কৌশলে নিজেই নিজের প্রচারণা চালিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে,তত বাড়ছে এলাকায় প্রবাসীদের সংখ্যা।

প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে আমেজ। কে হচ্ছে ওসমানীনগরের প্রথম অভিভাবক এনিয়ে এলাকার সাধারণ ভোটাদের কানাঘোষার পাশাপাশি প্রবাসীরা যুক্ত হচ্ছেন এ আলোচনায়। ফলে পুরো উপজেলায় এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীদের প্রচার-প্রচারনায় প্রবাসীদের অংশ গ্রহনও  চোখে পড়ার মতো। উপজেলা নির্বাচনে যারা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিন্ধন্দিতা করছেন তাঁদের অনেকের অধিকাংশ আত্বীয়-স্বজন প্রবাসে বসবাস করে আসছেন। তাই নির্বাচনের প্রচারণায় অংশ গ্রহন করে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপশি প্রবাসী আত্বীয় স্বজনরাও দেশে আসতে শুরু করায় উপজেলায় প্রবাসীদের মিলন-মেলায় রুপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সমাজসেবী মুনির আহমদ জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ওসমানীনগরে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকা প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে এসে আত্বীয়-স্বজনদের সাথে সময় কাটানোর পাশাপাশি নিজ নিজ দলের চেয়ারম্যান –ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রবাসী অধ্যুষিত  হওয়ায় যে কোন নির্বাচনেই প্রবাসীদের দেশে অবস্থান করতে দেখা যায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দিন বলেন, বিএনপি বৃহৎ একটি সংগঠন। দেশের পাশাপাশি প্রবাসেও বিএনপির কমিটি ও অসংখ্য নেতা-কর্মীরা রয়েছেন। ফলে নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ গ্রহন করার জন্য একাধিক নেতা-কর্মীরা দেশে অবস্থান করবেন বলে তৃর্ণমুল নেতা-কর্মীদের আলোচনায় শুনা যাচ্ছে।

আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বলেন,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বহি বিশ্বের অশিকাংশ দেশে আওয়ামী সংগঠনের কমিটিও রয়েছে।তাই নির্বাচন উপলক্ষ্যে  অত্র অঞ্চলের প্রবাসী নেতা-কর্মীরা অনেকেই দেশে আসাটাই স্বাভাবিক। আমি আশাবাদি আমাদের আওয়ামী পরিবারের প্রবাসী ভাইয়েরা দেশে এসে বা মোবাইল ফোনের মাধ্যমে দেশে অবস্থান করা তাঁদের নিজ নিজ আত্বীয়-স্বজনদের বলে দিয়ে নৌকা মার্কার নির্বাচর্নী প্রচারণা অংশ গ্রহন করবেন। প্রবাসী ভাইয়েরাসহ উপজেলার সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের সার্বিক সহয়োগিতায় আগামী ৬ মার্চ অনুষ্টিত নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশআল্লাহ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lQrEz1

February 15, 2017 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top