ঢাকা, ২২ ফেব্রুয়ারি- আজ রাত ৮টার দিকে বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত ও মুক্তি প্রতীক্ষিত সিনেমা ডুব এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ। অফিসিয়াল পোস্টারটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে মোস্তফা সরোয়ার ফারুকীর আলোচিত ছবি ডুব। পোস্টারের ক্যাপশনে লিখা ছিল: বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন । ইরফান খানের বুকের পাহাড় দেখে সবাই মুগ্ধ ও আবেগে আপ্লুত। পোস্টার ও ক্যাপশন দেখেই ধারণা করা হচ্ছে ছবিটা একটা কষ্ট ও আবেগধর্মী ছবি। প্রতীক্ষিত সিনেমাপ্রেমীরা সবাই ইতিবাচক মন্তব্য করেছেন। ত্রিশ মিনিটের মধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর ভেরিফাইড ফেসবুকের কিছু উল্লেখযোগ্য মন্তব্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল: ব্ল্যাক স্ট্রিট অনিক নামে এক ভক্ত লিখেছেন: পোষ্টার দেখেই মনের মধ্যে একটি তৃপ্তি কাজ করছে আর, গাইতে ইচ্ছে করছে...আমি ডুব-তে রাজি আছি। ফৌজিয়া আফরিন নামে এক ব্যক্তির মন্তব্য: মনে দাগ লাগানোর মতই অসাধারণ একটা পোস্টার। সিমিত রায় অন্তর নামে একজন লিখেছেন: হুমায়ূন আহমেদের কি দাঁড়ি ছিল কোন কালে? প্রথম ধাক্কা...দুর্দান্ত পোস্টার। মাহাবুবুল আলম নামে এক ব্যক্তি লিখেছেন: দুর্দান্ত একটা পোস্টার। আমার জীবনে এত অস্থির পোস্টার এর আগে কখনও দেখিনি। সম্পাদনা: মুসা আহমেদ এফ/২১:৩০/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kMqd8r
February 23, 2017 at 03:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top