আকাঙ্ক্ষার বন্ধু বিকাশও ছিল উদয়নের পরবর্তী নিশানা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাঁকুড়াঃ ২০১০ সালে বাবা-মাকে খুন করার পর ২০১৬ সালে প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মাকে খুন করে পুরো দেশকে হতবাক করে দেয় সাইকো কিলার উদয়ন দাস। এবার তার আরও একটি খুনের পরিকল্পনা সামনে এল। পরবর্তী নিশানা হিসাবে বেছে নিয়েছিল আকাঙ্খার বন্ধু বিকাশকেও। সোমবার সারারাত জেরার পর এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ। তবে তার গ্রেফতারিতে ভেস্তে যায় সেই পরিকল্পনা।

পুলিশ সূত্রের খবর, উদয়নের সঙ্গে সম্পর্কের আগেই আকাঙ্খার পরিচয় ছিল বিকাশের সঙ্গে। ফোনে কথা বলার জন্য, বিবাহিত বিকাশের সঙ্গে আকাঙ্খার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ দানা বাধে উদয়নের মনে। তাকে গুজরাটে ডেকে খুন করার পরিকল্পনাও করে উদয়ন। এজন্যে আগ্নেয়াস্ত্র জোগাড় করারও চেষ্ঠায় ছিল উদয়ন। এই নিয়ে বচসা ও আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন। এছাড়া, এসকর্ট সার্ভিসে এতটা আশক্ত হয়ে পড়েছিল যে সার্ভিস নিতে বিদেশেও পাড়ি দিত উদয়ন।



from Uttarbanga Sambad http://ift.tt/2lLwHBy

February 14, 2017 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top