দুবাই, ০৪ ফেব্রুয়ারি- অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে আইসিসির দুই সহযোগি দেশ আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। এবার সেই গুঞ্জনই প্রায় সত্য হওয়ার সামনে দাঁড়িয়ে। আইসিসিই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই দুটি দেশকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য। আগামী এপ্রিলেই হয়তো টেস্ট মর্যাদা পেয়ে যাবে এই দুটি দেশ। দুবাইতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি আইসিসি এক্সিকিউটিভ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে পূর্ণ সদস্য পদ দেয়া হবে। তবে এ ক্ষেত্রে শর্তও রয়েছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এবং শর্ত পূরণ করা প্রয়োজন সেগুলো পূর্ণ থাকতে হবে। তবেই আগামী এপ্রিলে আইসিসির বোর্ড সভায় অনুমোদন দেয়া হবে। আইসিসির ফাইনান্সিয়াল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুবাই বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে, আইসিসির অ্যাফিলিয়েট লেভেল সদস্যপদের কোনো ধারণা আর ধাকবে না। এটা বিলুপ্ত ঘোষণা করা হলো। শুধুমাত্র পূর্ণ সদস্য এবং সহযোগি সদস্য পদই দেয়া হবে। একই সঙ্গে আইসিসিতে নেয়া হবে একজন স্বাধীন নারী ডিরেক্টর। আর প্রতিটি সদস্যের জন্য থাকবে সমান ভোটাধিকার। আগের দুইদিনে আইসিসির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে ২ বছরের টেস্ট ক্রিকেট লিগের। ৯-৩ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই লিগ। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ৯টিকে নিয়ে একটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। যা চলবে দুই বছর ধরে। বাকি তিনটি দেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় স্তরের টেস্ট লিগ। তবে এ ক্ষেত্রে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের টেস্ট মর্যাদা থাকতে হবে। কার্যনির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব নেয়ার ফলেই আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা দ্বিতীয় স্তরের টেস্ট খেলবে। আগামী এপ্রিলেই হয়তো নতুন দুই পূর্ণ সদস্য পেয়ে যাচ্ছে আইসিসি। আর/১০:১৪/০৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k7NEVB
February 05, 2017 at 05:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন