কুমিল্লার বার্তা ডেস্ক ● ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগ করার দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সমাবেশের একাংশ। ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন প্রবাসী কুমিল্লাবাসী।
তাঁরা বলেছেন, বাংলাদেশে যেমনিভাবে এ নিয়ে দাবি উঠেছে, তাঁরা প্রবাস থেকেও সরকারের প্রতি একই দাবি জানাতে চান। কারণ, বিভাগের নাম ময়নামতি হলে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের বুকে ছুরিকাঘাত চালানোর সমান হবে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় কুমিল্লাবাসী নিউইয়র্কের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, কুমিল্লাবাসী নিউইয়র্কের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির নেতা সরওয়ার খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, হাজী নুরুল ইসলাম, এম এম জাহাঙ্গীর, মিয়া মোহাম্মদ দুলাল প্রমুখ এতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ জেলা হিসেবে এই উপমহাদেশে সুপরিচিত। কুমিল্লার খাদি শিল্প, তাঁত, কুটির, মৃৎ ও কারুশিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি নিজ নিজ ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছে। কালের বিবর্তনের ধারায় এসেছে অনেক কিছু। অনেক কিছু গেছে হারিয়ে। হারায়নি এখানকার মানুষের আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা ও সামাজিক সম্প্রীতি।
তাঁরা বলেন, ময়নামতি নামকরণ হলে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য বিলীন হয়ে যাবে। তাই প্রবাস থেকে তাঁরা দাবি জানান, কুমিল্লার নামেই হবে নতুন বিভাগ।
from Comillar Barta™ http://ift.tt/2mf1yWg
February 20, 2017 at 11:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.