কুমিল্লায় রিভলবারসহ পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে বিদেশি শর্টগান ও রিভলবারসহ কুমিল্লা শহরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও ১২টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিককে (২৮) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার বিকেলে ৠাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানান। আশিক নগরীর ধর্মপুর কলেজ রোড এলাকার মোহাম্মদ আলী (ড্রাইভার) ওরফে মাহমুদ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি শর্টগান ও ও বিদেশি রিভলবারসহ আশিককে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে এবং তিনি প্রত্যেকটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি বলে জানান তিনি।



from Comillar Barta™ http://ift.tt/2mm7TUc

February 27, 2017 at 08:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top