বিশ্বনাথের ‘প্রগতি উচ্চ বিদ্যালয়ে’ সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষে সভা

4.02.17

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি  :: সিলেটের বিশ্বনাথে উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষক ও লাইব্রেরীয়ান’র মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি কল্পে শুক্রবার রাতে বিশঘর গ্রামের অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী’র বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশঘর গ্রামের প্রবীন মুরব্বী হাজী আলা উদ্দিন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রগতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, দৌলতপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, রামপাশা ইউপির সাবেক মেম্বার জয়নাল আবেদীন কদ্দুছ মেম্বার, বিশঘর গ্রামের শাহ মতছির আলী, পুরাণগাঁও গ্রামের শেখ মোশাহিদ আলী, আনরপুর গ্রামের মোস্তফা মিয়া, চমক আলী, আয়না মিয়া, চানপুর গ্রামের চেরাগ আলী, রফিক আলী।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীকে জানান, বিদ্যালয়ের লাইব্রেরীতে সরকার নিষিদ্ধ গাইড বই রাখার ক্ষেত্রে বাঁধা দেওয়ার কারণে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান আবুল বাহার কাছে গত ৩০ জানুয়ারী লাঞ্চিত হন প্রধান শিক্ষক ফারুক ইকবাল। লাঞ্চিত হওয়ার বিষয়টি প্রধান শিক্ষক পরিচালনা কমিটিকে অবহিত করলে তা পরিবর্তিতে কমিটির নেতৃবৃন্দ দেখে দেবেন বলে তাঁকে (প্রধান শিক্ষক) আশ্বস্ত করা হয়। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকও নিরব থাকেন। কিšুÍ লাইব্রেরীয়ান আবুল বাহার বিদ্যালয় বিরুধী কিছু কুচক্রিমহলের ইন্ধনে বিষয়টি ভিন্নখ্যাতে প্রবাহিত করেন। সালিশ বৈঠক না মেনে আবুল বাহার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘ইউএনও বরাবরে স্মারকলিপি ও থানায় লিখিত অভিযোগ’ দায়ের করেছেন। পরবর্তিতে প্রধান শিক্ষক ফারুক ইকবালও থানায় আবুল বাহারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমান সময়ে বিদ্যালয়ের ভাবমূর্তি ঠিক রাখতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন-বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রবাসী নূরুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক ইকবাল, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, রামপাশা ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, এলাকার মুরব্বী আবদুল মনাফ মেম্বার, গিয়াস উদ্দিন, বকুল খান, মস্তাব আলী, আবদুল লতিফ, হাছন আলী, ইরন মিয়া, আবদুল গণি প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l4sQCw

February 04, 2017 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top