বেসরকারি বনধে ভোগান্তির শঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ টোল ট্যাক্সের প্রতিবাদে বেসরকারি বাস, মিনিবাসে গোটা মালদা জেলা জুড়ে পড়ল ধর্মঘটের প্রভাব। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয় মালদা জেলা জুড়ে। আজ ছিল তার প্রথম দিন। ১৮ মাইল এবং গাজোল টোল প্লাজা দিয়ে যাতায়াতকারী বাসগুলি বন্ধ রাখা হয়েছে। আগামীকালও বন্ধ থাকবে জেলার সব রুটের বাস। বৃহস্পতিবার ভোগান্তি হলেও পরপর বনদের জেরে সাধারণ জনগনের চরম ভোগান্তির আশঙ্কা আগামীকালও।



from Uttarbanga Sambad http://ift.tt/2lXd34B

February 16, 2017 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top