টেস্ট স্ট্যাটাস পাওয়া পর প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টটি। এ টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু হয়ে গিয়েছে ভারতের অনলাইন সংগঠন, eventsnow-এ। তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ-ভারত টেস্টের পাঁচদিনের টিকিট সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটটি হলো- http://ift.tt/2kUE4Jy ওয়েবসাইটে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ রুপি। টেস্টের পাঁচদিনের টিকেটই সংগ্রহ করা যাবে। একজন ক্রিকেটপ্রেমি সর্বোচ্চ ১০টি টিকেট ক্রয় করতে পারবেন। অনলাইনে যেকোন সময় টিকেট বুকিং দেয়া যাবে। আর ম্যাচের প্রত্যকদিনের টিকেট আগের দিন হাতে পাওয়া যাবে। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। সবগুলো টেস্টই হয়েছে বাংলাদেশের মাটিতে। ভারতের মাটিতে কোন টেস্ট খেলতে পারেনি বাংলাদেশ। অবশেষে ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তবে ঐতিহাসিক টেস্টের আগে ভারত এ দল বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠিত হবে প্রস্তুতিমূলক ম্যাচটি। এফ/১৫:৩৫/০২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kkoSSQ
February 02, 2017 at 09:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন